গালাতীয় 2:15 - পবিত্র বাইবেল15 আমরা জন্মসূত্রে ইহুদী, অইহুদী পাপী নই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আমরা জাতিতে ইহুদী, আমরা অ-ইহুদী গুনাহ্গার নই; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 “আমরা, যারা জন্মসূত্রে ইহুদি, কিন্তু ‘অইহুদি পাপী’ নই, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 আমরা জন্মসূত্রে ইহুদী, পাপাচারী ম্লেচ্ছ নই একথা সত্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আমরা জাতিতে যিহূদী, আমরা পরজাতীয় পাপী নহি; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 আমরা জন্মসূত্রে ইহূদি, আমরা অইহূদিয় পাপী নই; অধ্যায় দেখুন |
তাই ঈশ্বরের প্রতিশ্রুতির পূর্ণতা বিশ্বাসের ফলেই লাভ হয়, যেন তা অনুগ্রহের দান হিসাবে গ্রহণ করা হয়। এইভাবে অব্রাহামের সব বংশধরদের জন্য সেই প্রতিজ্ঞা দৃঢ়ভাবে রয়েছে। যাদের বিধি-ব্যবস্থা দেওয়া হয়েছে কেবল তাদের জন্যই সেই প্রতিজ্ঞা রয়েছে তা নয়, কিন্তু তাদের জন্যও সেই প্রতিজ্ঞা রয়েছে যাদের অব্রাহামের মতো বিশ্বাস রয়েছে। এই প্রতিশ্রুতি তাদেরই জন্য যারা অব্রাহামের মত বিশ্বাসে চলে। অব্রাহাম আমাদের সকলেরই পিতা।