গণনা পুস্তক 4:22 - পবিত্র বাইবেল22 “গের্শোন পরিবারের সকল লোকের সংখ্যা গণনা করো। পরিবার এবং পরিবারগোষ্ঠী অনুসারে তাদের তালিকাভুক্ত করো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তুমি গের্শোনীয়দের পিতৃকুল ও গোষ্ঠী অনুসারে তাদের সংখ্যা গ্রহণ কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 “বংশ এবং গোষ্ঠী অনুসারে গের্শোনীয়দের জনগণনা করো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 তুমি পরিবার ও পিতৃকুল অনুসারে গের্শোনের বংশধরদেরও সংখ্যা গণনা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তুমি গের্শোন-সন্তানগণের পিতৃকুল ও গোষ্ঠী অনুসারে তাহাদেরও সংখ্যা গ্রহণ কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তুমি গের্শোন সন্তানদের পিতৃকুল ও গোষ্ঠী অনুসারে তাদেরও সংখ্যা গ্রহণ কর। অধ্যায় দেখুন |