Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 34:21 - পবিত্র বাইবেল

21 বিন্যামীন পরিবারগোষ্ঠী থেকে কিশ্লোনের পুত্র ইলীদদ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 বিন্‌ইয়ামীন-বংশের কিশ্‌লোনের পুত্র ইলীদদ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 বিন্যামীন গোষ্ঠী থেকে কিশ্‌লোনের ছেলে ইলীদদ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 বিন্যামীন বংশের কিশ্‌লোনের পুত্র ইলীদদ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 বিন্যামীন বংশের কিশ্লোনের ছেলে ইলীদদ।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 34:21
4 ক্রস রেফারেন্স  

ছোট বিন্যামীন নামক উপজাতি তাদের নেতৃত্ব দিচ্ছে। সেখানে যিহূদার বড় পরিবারও রয়েছে। সবূলূন এবং নপ্তালির নেতারাও সেখানে রয়েছেন।


“বিন্যামীন ক্ষুধার্ত নেকড়ে। সকালে সে শিকার করে খেতে বসে। বিকালে যা পড়ে থাকে তা ভাগ করে নেয়।”


দানের পরিবারগোষ্ঠী থেকে যগ্লির পুত্র বুক্কি।


বিন্যামীনের সম্বন্ধে মোশি বললেন: “প্রভু বিন্যামীনকে ভালবাসেন। বিন্যামীন নিরাপদেই তাঁর কাছে থাকবে। প্রভু সবসময় তাকে রক্ষা করেন এবং প্রভু তার দেশে বাস করবেন।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন