গণনা পুস্তক 33:40 - পবিত্র বাইবেল40 কনান দেশের নেগেভে অরাদ নামে একটি শহর ছিল। সেই শহরে কনানের রাজা শুনেছিলেন যে ইস্রায়েলের লোকরা আসছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 আর কেনান দেশের দক্ষিণ অঞ্চল নিবাসী কেনানীয় অরাদের বাদশাহ্ বনি-ইসরাইলদের আগমন সংবাদ শুনলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 কনানীয় রাজা অরাদ, যিনি কনানের নেগেভ অঞ্চলে বসবাস করতেন, তিনি শুনলেন যে ইস্রায়েলীরা আসছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 অরাদের কনানী নৃপতি, যিনি কনান দেশের নেগেব অঞ্চলে বাস করতেন তিনি শুনলেন ইসরায়েলীরা এগিয়ে আসছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 আর কনান দেশের দক্ষিণ অঞ্চলনিবাসী কনানীয় অরাদের রাজা ইস্রায়েল-সন্তানগণের আগমন সংবাদ শুনিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী40 কনান দেশের দক্ষিণ অঞ্চলে বসবাসকারী কনানীয় অরাদের রাজা ইস্রায়েল সন্তানদের আসার খবর শুনলেন। অধ্যায় দেখুন |