গণনা পুস্তক 32:42 - পবিত্র বাইবেল42 কনাত্ এবং এর কাছের ছোটো ছোটো শহরগুলোকে নোবহ পরাজিত করেছিল। এরপর সে নিজের নামানুসারে সেই জায়গার নামকরণ করেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস42 আর নোবহ গিয়ে কনাৎ ও তার গ্রামগুলো অধিকার করলো এবং তার নাম অনুসারে নাম রাখল নোবহ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ42 নোবহ, কনাৎ ও তার সন্নিহিত অঞ্চলগুলি দখল করে তার নিজের নামানুসারে তার নাম নোবহ রাখল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)42 আর নোবহ্ কেনাৎ ও তার পল্লী অঞ্চলগুলি দখল করল এবং নিজের নামে সেই অঞ্চলের নাম রাখল নোবহ্। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)42 আর নোবহ গিয়া কনাৎ ও তাহার পল্লী সকল হস্তগত করিল, এবং আপন নামানুসারে তাহার নাম নোবহ রাখিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী42 নোবহ গিয়ে কনাৎ ও তার গ্রামগুলি দখল করল এবং নিজের নাম অনুসারে তার নাম নোবহ রাখল। অধ্যায় দেখুন |