গণনা পুস্তক 32:41 - পবিত্র বাইবেল41 মনঃশি গোষ্ঠীর যায়ীর সেখানকার ছোটো ছোটো গ্রামগুলোকে অধিকার করল। এরপর সে ঐ গ্রামগুলোর নাম দিয়েছিল যায়ীরের শহর সকল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 আর মানশার সন্তান যায়ীর গিয়ে সেখানকার গ্রামগুলো অধিকার করলো এবং তাদের নাম হব্বোৎ-যায়ীর [যায়ীরের গ্রামগুলো] রাখল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 মনঃশির বংশধর যায়ীরও তাদের উপনিবেশগুলি দখল করে সেগুলির নাম হব্বোথ-যায়ীর রাখলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 মনঃশির অন্য এক সন্তান যায়ীর ইমোরীদের গ্রামগুলি দখল করল এবং সেই অঞ্চলের নাম রাখল হাব্বোৎ-যায়ীর (যায়ীরের গ্রাম সমূহ।) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 আর মনঃশির সন্তান যায়ীর গিয়া তথাকার গ্রাম সকল হস্তগত করিল, এবং তাহাদের নাম হব্বোৎ-যায়ীর [যায়ীরের গ্রামসমূহ] রাখিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী41 মনঃশির সন্তান যায়ীর গিয়ে সেখানকার গ্রামগুলি দখল করল এবং তাদের নাম হব্বোৎ-যায়ীর [যায়ীরের গ্রামগুলি] রাখল। অধ্যায় দেখুন |