Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 32:34 - পবিত্র বাইবেল

34 গাদের লোকরা দীবোন, অটারোৎ‌‌ ও অরোয়ের এবং

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 আর গাদ-বংশের লোকেরা দীবোন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 গাদ গোষ্ঠী দীবোন, অটারোৎ, অরোয়ের,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

34 গাদ বংশের লোকেরা দিবোন, অটারোৎ, অরোয়ের,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 আর গাদ-সন্তানগণ দীবোন,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 গাদ সন্তানরা দীবোন, অটারোৎ, অরোয়ের,

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 32:34
9 ক্রস রেফারেন্স  

অর্ণোন উপত্যকার ধারের অরোয়ের নামে একটি শহরকে এবং ঐ উপত্যকার মাঝখানের আরেকটি শহরকে আমরা পরাজিত করেছিলাম। অর্ণোন উপত্যকা এবং গিলিয়দের মাঝখানের সমস্ত শহরগুলোকে পরাজিত করতে প্রভু আমাদের সাহায্য করেছিলেন। আমাদের কাছে কোনো শহরই খুব শক্তিশালী ছিল না।


তারা বলল, “আমাদের অর্থাৎ‌ আপনাদের সেবকদের অনেক গবাদি পশু আছে এবং যে জমি প্রভু ইস্রায়েলীয়দের জন্য জয় করেছিলেন সেটি পশুদের পক্ষে খুবই উপযোগী। এই দেশের অন্তর্ভুক্ত জায়গাগুলো ছিল অষ্টারোৎ, দীবোন, যাসের, নিম্রা, হিষ্বোন, ইলিয়ালী, সেবাম, নবো ও বিয়োন।


লোকরা অরোয়ের শহরগুলি ত্যাগ করে পালাবে। এইসব খালি শহরে মেষের পাল যেখানে সেখানে অবাধে ঘুরে বেড়াতে পারবে। তাদের বিরক্ত করা বা ভয় দেখানোর কেউ থাকবে না।


বামোৎ থেকে তারা মোয়াবের উপত্যকা পর্যন্ত গেল। এখানে পিস্গা পর্বতের চূড়া মরুভূমির ওপরে দেখা যায়।


কিন্তু আমরা সেই ইমোরীয়দের পরাজিত করলাম। হিষ্বোন থেকে দীবোন পর্যন্ত, মেদবার কাছে নাশিম থেকে নোফঃ পর্যন্ত তাদের শহরগুলোকেও আমরা ধ্বংস করেছি।”


অটারোৎ‌-শোফন, যাসের ও যগবিহ এবং


আসসের পুত্র বেলা। আসস ছিলেন শেমার পুত্র। শেমা ছিলেন যোয়েলের পুত্র। এঁরা অরোয়ের থেকে নবো এবং বাল্-মিয়োন পর্যন্ত অঞ্চলে বাস করতেন।


অরোয়ের শহর থেকে মিন্নীত শহর পর্যন্ত যত অম্মোন ছিল যিপ্তহ সকলকে পরাজিত করল। সে 20টি শহর জয় করল। তারপর সে আবেল ও করামীম শহরের অম্মোনদের পরাজিত করল। এভাবে ইস্রায়েলীয়রা অম্মোনদের পরাজিত করল। অম্মোনদের মস্ত বড় পরাজয় হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন