গণনা পুস্তক 32:26 - পবিত্র বাইবেল26 আমাদের স্ত্রীরা, সন্তানরা এবং আমাদের সমস্ত পশু গিলিয়দের শহরগুলোতে থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 আমাদের পুত্র কন্যারা, আমাদের স্ত্রীলোকেরা, আমাদের গবাদির পালগুলো ও আমাদের সমস্ত পশুধন এই স্থানে গিলিয়দের নগরগুলোতে থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 আমাদের স্ত্রী ও সন্তানেরা, মেষপাল ও গোপালসমূহ, গিলিয়দ অঞ্চলের এই সমস্ত নগরে অবস্থান করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 আমাদের স্ত্রী-পুত্র-কন্যারা এবং আমাদের গবাদি পশুর পাল এখানে, গিলিয়দের এই নগরগুলিতেই থাকবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 আমাদের বালকবালিকারা, আমাদের স্ত্রীলোকেরা, আমাদের পাল সকল ও আমাদের সমস্ত পশুধন এই স্থানে গিলিয়দের নগরসমূহে থাকিবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 আমাদের বালকবালিকারা, আমাদের স্ত্রীলোকেরা, আমাদের পালগুলি ও আমাদের সমস্ত পশুধন এখানে গিলিয়দের শহরগুলিতে থাকবে। অধ্যায় দেখুন |