গণনা পুস্তক 32:25 - পবিত্র বাইবেল25 তখন গাদের এবং রূবেণের পরিবারগোষ্ঠীর লোকরা মোশিকে বলল, “আমরা আপনার সেবক, আপনি আমাদের গুরু, সুতরাং আপনি যা বলবেন আমরা সেটাই করব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তখন গাদ-বংশের লোকেরা ও রূবেণ-বংশের লোকেরা মূসাকে বললো, আমাদের মালিক যে হুকুম করলেন, আপনার গোলাম আমরা তা-ই করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 গাদ ও রূবেণ গোষ্ঠী মোশিকে বলল, “আমদের প্রভু যেমন আদেশ দিলেন, আপনার দাস আমরা তাই করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 গাদ ও রূবেণ বংশের লোকেরা তখন মোশিকে বলল, আপনার সেবক আমরা আপনার আদেশ অনুযায়ীই কাজ করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তখন গাদ-সন্তানগণ ও রূবেণ-সন্তানগণ মোশিকে কহিল, আমাদের প্রভু যে আজ্ঞা করিলেন, আপনার দাস আমরা তাহাই করিব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তখন গাদ সন্তানরা ও রূবেণ সন্তানরা মোশিকে বলল, “আমাদের প্রভু যে আদেশ করলেন, আপনার দাস আমরা তাই করব। অধ্যায় দেখুন |