গণনা পুস্তক 31:51 - পবিত্র বাইবেল51 সুতরাং মোশি সোনা দিয়ে তৈরী ঐ সমস্ত দ্রব্যসামগ্রী নিয়ে সেগুলো যাজক ইলিয়াসরকে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস51 তখন মূসা ও ইমাম ইলিয়াসর তাঁদের কাছ থেকে সেই সোনা, কারুকাজ করা গহনা নিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ51 মোশি ও যাজক ইলিয়াসর, তাদের কাছে থেকে সেই সোনা—সকল কারুকার্যময় দ্রব্য গ্রহণ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)51 মোশি ও পুরোহিত ইলিয়াসর তাঁদের কাছ থেকে সেই স্বর্ণালঙ্কারগুলি গ্রহণ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)51 তখন মোশি ও ইলিয়াসর যাজক তাঁহাদের হইতে সেই স্বর্ণ, শিল্পিকৃত আভরণ, লইলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী51 মোশি ও ইলীয়াসর যাজক তাঁদের থেকে সেই সোনা, কারিগরী সমস্ত জিনিস নিলেন। অধ্যায় দেখুন |