গণনা পুস্তক 3:47 - পবিত্র বাইবেল47 সুতরাং তাদের মুক্ত করতে ইস্রায়েলের লোকদের কাছ থেকে পবিত্র মন্দিরের অনুমোদিত ওজনের পরিমাপ অনুসারে 273 জনের প্রত্যেকের জন্য পাঁচ শেকেল রূপো সংগ্রহ করো। (পবিত্র স্থানের ওজনানুসারে এক শেকেল হলো 20 জিরোহ।) অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস47 তাদের একেক জনের জন্য পবিত্র স্থানের শেকল অনুসারে পাঁচ পাঁচ শেকল নেবে; বিশ গেরাতে এক শেকল হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ47 প্রত্যেক ব্যক্তির বিনিময়ে, পবিত্রস্থানের নিরূপিত শেকল অনুসারে, পাঁচ শেকল করে আদায় করো, যার ওজন কুড়ি গেরা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)47 তাদের প্রত্যেককে মুক্ত করার জন্যে পবিত্র স্থানের শেকেলের মাপ অনুযায়ী জনপিছু পাঁচ শেকেল রূপো গ্রহণ করবে। কুড়ি গেরাতে এক শেকেল হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)47 তাহাদের এক এক জনের নিমিত্তে পবিত্র স্থানের শেকল অনুসারে পাঁচ পাঁচ শেকল লইবে; বিংশতি গেরাতে এক শেকল হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী47 তাদের এক এক জনের জন্য পবিত্রস্থানের শেকল অনুসারে পাঁচ শেকল করে নেবে; কুড়ি গেরাতে এক শেকল হয়। অধ্যায় দেখুন |