গণনা পুস্তক 27:13 - পবিত্র বাইবেল13 সেই দেশ দেখার পরে তুমি তোমার ভাই হারোণের মতো মারা যাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 দেখার পর তোমার ভাই হারুনের মত তুমিও তোমার পূর্বপুরুষদের কাছে সংগৃহীত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 সেটি দেখার পর তুমিও, তোমার দাদা হারোণের মতো স্বজনবর্গের কাছে সংগৃহীত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 দেখার পরে তোমার ভাই হারোণের মত তুমিও তোমার পরলোকগত পিতৃপুরুষদের সঙ্গে সম্মিলিত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 দেখিলে পর তোমার ভ্রাতা হারোণের ন্যায় তুমিও আপন পিতৃগণের নিকটে সংগৃহীত হইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 দেখার পর তোমার ভাই হারোণের মত তুমিও তোমার লোকেদের সঙ্গে জড়ো হবে। অধ্যায় দেখুন |