Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 26:14 - পবিত্র বাইবেল

14 ঐ পরিবারগুলি ছিল শিমিয়োনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট 22,200 জন পুরুষ ছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 শিমিয়োনীয়দের এসব গোষ্ঠীতে লোক ছিল বাইশ হাজার দুই শত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 এরা সবাই শিমিয়োনের গোষ্ঠী। এদের গণিত পুরুষের সংখ্যা 22,200।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 এরা সকলেই শিমিয়োনের বংশধর। এদের গণিত লোকের সংখ্যা ছিল বাইশ হাজার দুশো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 শিমিয়োনীয়দের এই সকল গোষ্ঠীতে বাইশ সহস্র দুই শত লোক ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 শিমিয়োনীয়দের এইসব গোষ্ঠীতে বাইশ হাজার দুশো লোক ছিল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 26:14
6 ক্রস রেফারেন্স  

মিদিয়নীয়া স্ত্রীলোকটির সঙ্গে যে ইস্রায়েলীয় লোকটি হত হয়েছিল সে ছিল সালুর পুত্র সিম্রি। সে শিমিয়োনের পরিবারগোষ্ঠীর একটি পরিবারের নেতা ছিল।


সেরহ হতে সেরহীয় পরিবার। শৌল হতে শৌলীয় পরিবার।


এই পরিবারগুলো হল গাদের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত: সিফোন হতে সিফোনীয় পরিবার। হগি হতে হগীয় পরিবার। শূনি হতে শূনীয় পরিবার।


শিমিয়োন গোষ্ঠীর 12,000 লেবি গোষ্ঠীর 12,000 ইষাখর গোষ্ঠীর 12,000


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন