গণনা পুস্তক 24:22 - পবিত্র বাইবেল22 কিন্তু প্রভু যেভাবে কেনীয়কে ধ্বংস করেছিলেন, কেনীয় লোকরাও ধ্বংস হয়ে যাবে। অশূর তোমাদের বন্দী করবেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তবুও কেনীয় ক্ষয় পাবে, শেষে আশেরিয়া তোমাকে বন্দী করে নিয়ে যাবে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তা সত্ত্বেও কেনীয়েরা, তোমার হবে বিধ্বংস যখন আসিরীয়রা বন্দি করে তোমাদের নিয়ে যাবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কিন্তু তবুও হে কয়িন তুমি হবে বিধ্বস্ত, অবশেষে আসিরিয়া তোমায় নিয়ে যাবে বন্দী করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তথাপি কেন ক্ষয় পাইবে, শেষে অশূর তোমাকে বন্দি করিয়া লইয়া যাইবে, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তবুও কেন ক্ষয় পাবে, শেষে অশূর তোমাকে বন্দি করে নিয়ে যাবে।” অধ্যায় দেখুন |