গণনা পুস্তক 23:8 - পবিত্র বাইবেল8 কিন্তু ঈশ্বর এইসব লোকদের বিরুদ্ধে নন, সুতরাং আমিও তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। ঈশ্বর তাদের খারাপ হোক্ এমন কিছু চান না। সুতরাং আমিও সেটা করতে পারবো না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আল্লাহ্ যাকে অভিশাপ দেন নি, আমি কিভাবে তাকে অভিশাপ দেব? মাবুদ যাকে বদদোয়া দেন নি, আমি কিভাবে তাকে বদদোয়া দেব? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 ঈশ্বর যাদের অভিশাপ দেননি আমি কীভাবে তাদের অভিশাপ দিই? সদাপ্রভু যাদের অবলুপ্ত করেননি, আমি কীভাবে তাদের অবলুপ্তি ঘোষণা করব? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 কিন্তু ঈশ্বর যাকে শাপ দেন নি আমি তাকে কি করে অভিসম্পাত দেব? প্রভু পরমেশ্বর যার সম্বন্ধে কোন অভিযোগ আনেন নি, আমি তাকে কি করে অভিযুক্ত করব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 ঈশ্বর যাহাকে শাপ দেন নাই, আমি কিরূপে তাহাকে শাপ দিব? সদাপ্রভু যাহার উপর কুপিত হন নাই, আমি কি প্রকারে তাহার উপর কুপিত হইব? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 ঈশ্বর যাকে অভিশাপ দেন নি, আমি কিভাবে তাকে অভিশাপ দেব? সদাপ্রভু যাকে তুচ্ছ করেন নি, আমি কিভাবে তাকে তুচ্ছ করব? অধ্যায় দেখুন |
আপনি এসে আমাকে সাহায্য করুন। এই লোকদের অভিশাপ দিন কারণ এরা আমার চেয়ে শক্তিশালী। আমি জানি আপনি যদি কোনো ব্যক্তিকে আশীর্বাদ করেন তাহলে সে আশীর্বাদ পায় এবং আপনি যদি কোনো ব্যক্তিকে অভিশাপ দেন তবে সে শাপগ্রস্ত হয়। সুতরাং আপনি আসুন এবং এই সমস্ত লোকদের অভিশাপ দিন। হতে পারে, আমি হয়তো তাদের আঘাত করে আমার দেশ থেকে দূর করে দিতে পারবো।”