গণনা পুস্তক 18:18 - পবিত্র বাইবেল18 কিন্তু ঐসব পশুর মাংস তোমার। যেমন দোলনীয় নৈবেদ্যর বক্ষঃস্থল এবং অন্যান্য নৈবেদ্যর দক্ষিণ উরু তোমার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 পরে দোলনীয় বুকের গোশ্ত ও ডান ঊরু যেমন তোমার, তেমনি তাদের মাংসও তোমার হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তাদের মাংস তোমাদেরই প্রাপ্য হবে, যেমন দোলনীয়-নৈবেদ্যর বক্ষ ও দক্ষিণ ঊরু তোমাদের। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 কিন্তু আমার উদ্দেশে নিবেদিত পাঁজর এবং ডান পা যেমন তোমার প্রাপ্য তেমনই এ গুলির মাংসও হবে তোমাদের প্রাপ্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 পরে দোলনীয় বক্ষঃ ও দক্ষিণ জঙ্ঘা যেমন তোমার, তেমনি তাহাদের মাংসও তোমার হইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 তাদের মাংস তোমার। যেমন দোলনীয় বক্ষঃ ও ডানদিকের থাই, তাদের মাংসও তোমার হবে। অধ্যায় দেখুন |