গণনা পুস্তক 15:30 - পবিত্র বাইবেল30 “কিন্তু যদি কোনো ব্যক্তি জেনেশুনে ভুল করে তাহলে সে প্রভুর বিরুদ্ধে গেছে। সেই ব্যক্তিকে অবশ্যই তার লোকদের কাছ থেকে পৃথক রাখা হবে। ইস্রায়েলের পরিবারে জাত কোনো ব্যক্তি অথবা তাদের সঙ্গে বসবাসকারী বিদেশীদের জন্যও এই একই নিয়ম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 কিন্তু স্বজাতি বা বিদেশী যে ব্যক্তি জেনেশুনে গুনাহ্ করে, সে মাবুদের নিন্দা করে; সেই ব্যক্তি নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 “ ‘কিন্তু যদি কোনো স্বদেশি বা বিদেশি ব্যক্তি ঔদ্ধত্য দেখিয়ে পাপ করে, যদি সে সদাপ্রভুর নিন্দা করে, সেই ব্যক্তি, তার জনগোষ্ঠী থেকে উচ্ছিন্ন হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 কিন্তু যে ব্যক্তি স্পর্ধাভাবে পাপাচরণ করবে, প্রভু পরমেশ্বরের অবমাননা করবে, সে স্বজাতীয় হোক বা বিদেশীই হোক, জনতার মধ্য থেকে তাকে উচ্ছেদ করতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 কিন্তু স্বজাতীয় কি বিদেশী যে ব্যক্তি ঊর্দ্ধহস্তে পাপ করে, সে সদাপ্রভুর নিন্দা করে; সেই ব্যক্তি আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 কিন্তু যে ব্যক্তি কোনো রকম পাপ করে, স্বদেশী বা বিদেশী, সে আমার নিন্দা করে; সেই ব্যক্তি নিজের লোকেদের মধ্যে থেকে উচ্ছিন্ন হবে। অধ্যায় দেখুন |