Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 10:28 - পবিত্র বাইবেল

28 স্থানান্তরে যাবার সময় ইস্রায়েলের লোকরা এইভাবেই একসাথে যেত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 এই ছিল বনি-ইসরাইলদের যাত্রার নিয়ম; তারা এভাবে যাত্রা করতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 সমস্ত ইস্রায়েলী সেনাবিভাগ এই ধারায় যাত্রা করত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

28 ইসরায়েলীরা গোষ্ঠী পরম্পরায় এই রীতি অনুসারেই যাত্রা করত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 ইস্রায়েল-সন্তানগণের যাত্রার এই নিয়ম ছিল; তাহারা এইরূপে যাত্রা করিত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 ইস্রায়েল সন্তানরা এই ভাবে যাত্রা করত।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 10:28
9 ক্রস রেফারেন্স  

প্রভু মোশিকে যা যা বলেছিলেন, ইস্রায়েলের লোকরা তার প্রত্যেকটিই পালন করেছিল। প্রত্যেক গোষ্ঠী তার নিজস্ব পতাকার কাছেই শিবির স্থাপন করত এবং প্রত্যেক ব্যক্তি তার পরিবার ও পরিবারগোষ্ঠীর সঙ্গেই যাত্রা করত।


দৈহিকভাবে আমি তোমাদের কাছ থেকে দূরে থাকলেও আত্মিকভাবে আমি তোমাদের সঙ্গেই আছি। তোমাদের সুশৃঙ্খল জীবন দেখে ও খ্রীষ্টে তোমাদের সুদৃঢ় বিশ্বাস দেখে আমি আনন্দিত।


কিন্তু সবকিছু যেন যথাযথভাবে করা হয়।


কারণ ঈশ্বর কখনও বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, তিনি শান্তির ঈশ্বর, যা ঈশ্বরের পবিত্র লোকদের মণ্ডলীগুলিতে সত্য।


ঐ তরুণী মেয়েটি কে? মেয়েটি ভোরের আভার মতই উজ্জ্বল। সে চাঁদের মত সুন্দর। সে সূর্যের মত উজ্জ্বল। সে শোভাযাত্রার তারাদের মত সম্ভ্রান্ত।


এরপরে এল নপ্তালি পরিবারগোষ্ঠী। ঐননের পুত্র অহীরঃ ছিল ঐ গোষ্ঠীর দল নেতা।


মিদিয়োনীয় রূয়েলের পুত্র ছিল হোবব। (রূয়েল ছিল মোশির শ্বশুর।) মোশি হোববকে বলল, “আমরা সেই দেশের উদ্দেশ্যে যাত্রা করছি যেটা ঈশ্বর আমাদের দেবেন বলে প্রতিশ্রুতি করেছিলেন। আমাদের সঙ্গে এসো আমরা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবো। প্রভু ইস্রায়েলীয়দের পক্ষে মঙ্গল প্রতিজ্ঞা করেছেন।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন