গণনা পুস্তক 1:18 - পবিত্র বাইবেল18 এবং মোশি ও হারোণ ইস্রায়েলের সমস্ত লোকদের একসঙ্গে জড়ো করল। তখন লোকদের তাদের পরিবার এবং পরিবারগোষ্ঠী অনুসারে তালিকাভুক্ত করা হল। 20 বছর অথবা তার বেশী বয়সের প্রত্যেক পুরুষের নাম তালিকাভুক্ত হয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর দ্বিতীয় মাসের প্রথম দিনে সমস্ত মণ্ডলীকে একত্র করে বংশ ও পরিবার অনুযায়ী বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক লোকদের নাম ও সংখ্যা অনুসারে তাদের গোষ্ঠী ও পিতৃকুল লিখলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 দ্বিতীয় মাসের প্রথম দিনে, তাঁরা সমস্ত সমাজকে একত্র হওয়ার আহ্বান দিলেন। জনতার পৈতৃক কুল তাদের গোষ্ঠী ও পরিবার অনুযায়ী সূচিত হচ্ছিল, যাদের বয়স কুড়ি বা তারও বেশি, সেই সমস্ত পুরুষ ব্যক্তিরই নাম এক একজন করে তালিকাভুক্ত করা হয়েছিল, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 দ্বিতীয় মাসের প্রথম দিনে সমগ্র জনমণ্ডলীকে একত্র করে পরিবার ও পিতৃকুল আনুযায়ী কুড়ি বছর এবং তার চেয়ে বশী বয়সের পুরুষদের নাম এবং সংখ্যা তালিকাভুক্ত করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর দ্বিতীয় মাসের প্রথম দিবসে সমস্ত মণ্ডলীকে একত্র করিয়া মস্তকের সংখ্যামতে বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকদের নাম-সংখ্যানুসারে তাহাদের গোষ্ঠী ও পিতৃকুল লিখিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 এবং দ্বিতীয় মাসের প্রথম দিনের সমস্ত মণ্ডলীকে জড়ো করলেন। কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী লোকেদের নাম পূর্বপুরুষরা সনাক্ত করেছেন। তাঁকে পূর্বপুরুষের নাম অনুসারে তাদের গোত্র ও পরিবারের নাম ছিল। অধ্যায় দেখুন |