উপ 7:9 - পবিত্র বাইবেল9 হঠাৎ রেগে ওঠা উচিৎ নয়। কারণ রাগ করা মূর্খামি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তোমার রূহ্কে তাড়াতাড়ি বিরক্ত হতে দিও না, কেননা হীনবুদ্ধি লোকদেরই বুক বিরক্তির আশ্রয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তোমার অন্তরকে তাড়াতাড়ি রেগে উঠতে দিয়ো না, কারণ ক্রোধ বোকাদেরই কোলে বাস করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 ক্রোধ দমন কর, অন্তরে ক্রোধ পোষণ করা মূর্খতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তোমার আত্মাকে সত্বর বিরক্ত হইতে দিও না, কেননা হীনবুদ্ধি লোকদেরই বক্ষঃ বিরক্তির আশ্রয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তোমার আত্মাকে চট করে রেগে যেতে দিও না, কারণ রাগ বোকাদের হৃদয়ে বাস করে। অধ্যায় দেখুন |
ইস্রায়েলীয়রা উত্তর দিলো, “রাজার ওপর আমাদের এক দশমাংশের অধিকার আছে। তাই রাজার প্রতি তোমাদের থেকে আমাদের দাবী বেশী। কিন্তু তোমরা আমাদের দাবী উপেক্ষা করছ। কেন? আমরাই তারা যারা প্রথম আমাদের রাজাকে ফিরিয়ে আনবার কথা জিজ্ঞাসা করেছিলাম।” কিন্তু যিহূদার লোকরা ইস্রায়েলীয়দের খুব কর্কশভাবে উত্তর দিল। তারা, ইস্রায়েলীয়রা যা বলেছিল তার চেয়েও বেশী কর্কশ ছিল।