উপ 3:7 - পবিত্র বাইবেল7 জামা কাপড় ছিঁড়ে ফেলার যেমন সময় আছে তেমনি তা সেলাই করারও সময় আছে। নীরব থাকারও যেমন সময় আছে তেমনি সরব হওয়ারও সময় আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 ছিঁড়বার কাল ও জোড়া দেবার কাল; নীরব থাকবার ও কথা বলবার কাল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 ছিঁড়ে ফেলবার সময় ও সেলাই করবার সময়, চুপ করবার সময় ও কথা বলবার সময়, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 আছে ছিঁড়ে ফেলা ও জোড়া দেওয়ার কাল, নীরবতা ও মুখরতার কাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 ছিঁড়িবার কাল ও সিঙ্গাইবার কাল; নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 কাপড় ছেঁড়ার এবং কাপড় সেলাই করার দিন আছে, নীরব থাকার এবং কথা বলার দিন আছে, অধ্যায় দেখুন |