ইয়োব 9:19 - পবিত্র বাইবেল19 এটা যদি শক্তির ব্যাপার হয়, নিশ্চয়ই তিনি অনেক বেশী শক্তিশালী। এটা যদি সুবিচারের ব্যাপার হয়, ঈশ্বরকে কে আদালতে আসার জন্য বাধ্য করতে পারে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 যদি শক্তির প্রতিযোগিতা হয়, দেখ, তিনি শক্তিশালী, বিচারের কথা হলে, কে তাকে ডাকবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 এটি যদি শক্তির বিষয় হয়, তবে তিনি শক্তিমান! ও এটি যদি বিচার্য বিষয় হয়, তবে কে তাঁর বিরুদ্ধ আপত্তি তুলবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 আমি কি বলপ্রয়োগ করব? ঈশ্বরের উপরে বল প্রয়োগ? আমি কি তাঁরে বিচারালয়ে নিয়ে যাব? কেউ কি কখনও তাঁকে কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 বিক্রমীর বলের কথা হইলে, দেখ, তিনি বিক্রমী, বিচারের কথা হইলে, কে আমার জন্য সময় নিরূপণ করিবে? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 যদি আমরা শক্তির কথা বলি, কেন, তিনি ক্ষমতাশালী! এবং যদি আমরা ন্যায়বিচারের কথা বলি তিনি বলেন, কে আমায় প্রশ্ন করবে? অধ্যায় দেখুন |