ইয়োব 7:4 - পবিত্র বাইবেল4 যখন আমি শুই, আমি ভাবি, ‘আবার কতক্ষণ পরে জেগে উঠবো?’ রাত্রি প্রলম্বিত হয়। সূর্য ওঠা পর্যন্ত আমি ছটফট করি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 শয়নকালে আমি বলি, কখন উঠবো? কিন্তু রাত দীর্ঘ হয়ে পড়ে, প্রভাত পর্যন্ত আমি কেবল ছট্ফট্ করতে থাকি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 শুয়ে শুয়ে আমি ভাবি, ‘কখন উঠব?’ রাত বেড়েই গেল, আর আমি ভোর পর্যন্ত বিছানায় ছটফট করে গেলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 নিশীথশয়নে আমি ভাবি কখন রাত্রি প্রভাত হবে? কিন্তু রাত্রি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়! প্রভাতের প্রতীক্ষায় আমি শুধু এ-পাশ ও-পাশ করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 শয়নকালে আমি বলি, কখন্ উঠিব? কিন্তু রাত্রি দীর্ঘ হইয়া পড়ে, প্রভাত পর্য্যন্ত আমি কেবল ছট্ফট্ করিতে থাকি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 যখন আমি শুই, আমি নিজেকে বলি, কখন আমি উঠব এবং কখন রাত শেষ হবে? আমি ছটফট করতে থাকি এবং এখানে ওখানে ঘুরে বেড়াই যতক্ষণ না সকাল হয়। অধ্যায় দেখুন |