Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 6:12 - পবিত্র বাইবেল

12 আমি পাথরের মত শক্ত নই। আমার দেহ পিতল দিয়ে তৈরী নয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আমার শক্তি কি পাথরের শক্তি? আমার মাংস কি ব্রোঞ্জের?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 পাথরের মতো শক্তি কি আমার আছে? আমার দেহ কি ব্রোঞ্জ দিয়ে তৈরি?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 আমি কি পাথর? আমার দেহ কি পিতলে তৈরী?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আমার বল কি প্রস্তরের বল? আমার মাংস কি পিত্তলের?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আমার শক্তি কি পাথরের শক্তি? অথবা আমার মাংস কি পিতল দিয়ে তৈরী?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 6:12
5 ক্রস রেফারেন্স  

লিবিয়াথনের হৃদয় পাথরের মত। তা যেন যাঁতা কলের পাথরের মত শক্ত।


ওর হাড়গুলো কাঁসার মতই শক্ত। ওর হাত পাগুলো লোহার দণ্ডের মত।


“আমার সব শক্তি চলে গেছে, তাই আমার বেঁচে থাকার কোন আশা নেই। আমি জানি না আমার কি হবে, তাই আমার ধৈর্য্য ধরার কোন কারণ নেই।


আত্মনির্ভর হবার মত আমার কোন শক্তি নেই। কেন? কারণ আমার কাছ থেকে সাফল্য কেড়ে নেওয়া হয়েছে।


“বিল‌্দদ, সোফর এবং ইলীফস, এই ক্লান্ত ও শ্রান্ত মানুষটির জন্য তোমরা সত্যিই খুব বড় সহায় হয়েছিলে। সত্যিই তোমরা আমার মস্তবড় উৎসাহদাতা, আমার দুর্বল বাহুকে তোমরা সত্যিই আবার শক্ত করে তুলেছো!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন