ইয়োব 5:7 - পবিত্র বাইবেল7 কিন্তু মানুষ সমস্যার সম্মুখীন হতে বাধ্য। ঠিক যেমন আগুন থেকে স্ফুলিঙ্গ ওড়ে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কিন্তু আগুনের স্ফুলিঙ্গ যেমন উপরে উঠে, তেমনি মানুষ সমস্যার জন্য জন্মে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তবুও মানুষ অসুবিধা ভোগ করার জন্যই জন্মায়, ঠিক যেভাবে অগ্নিস্ফুলিঙ্গ উপরের দিকে উঠে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 অগ্নিস্ফুলিঙ্গ স্বভাবতঃই যেমন ঊর্ধ্বমুখী হয় মানুষের জীবনে সঙ্কট আসাও তেমন স্বাভাবিক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কিন্তু অগ্নির স্ফুলিঙ্গ যেমন ঊর্দ্ধে উঠে, তেমনি মনুষ্য আয়াসের নিমিত্ত জন্মে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 কিন্তু মানবজাতি নিজের ঝামেলা নিজে তৈরী করে, ঠিক যেমন আগুনের ফুলকি উপরে ওড়ে। অধ্যায় দেখুন |