Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 41:29 - পবিত্র বাইবেল

29 যদি মুগুর দিয়ে লিবিয়াথনকে আঘাত করা হয়, তা যেন খড়ের টুকরোর মতো তার গায়ে লাগে। লোকে যখন তার দিকে বল্লম ছোঁড়ে তখন সে হাসে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 সে গদাকে এক টুকরা খড়ের মতই মনে করে, বর্শার শব্দে সে হাসে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 গদা তার কাছে নিছক এক টুকরো খড়মাত্র; বর্শার ঝন্‌ঝনানিকে সে উপহাস করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

29 গদা তার কাছে তৃণতুল্য, অস্ত্রের ঝণৎকারকে সে উপহাস করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 সে গদাকে তৃণতুল্য জ্ঞান করে, বড়শার ধ্বনিতে হাস্য করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 সে গদাকে খড়ের মত মনে করে; বর্শা উড়ে আসার শব্দে সে হাঁসে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 41:29
3 ক্রস রেফারেন্স  

উষিয় তাঁর সেনাবাহিনীর জন্য বল্লম, ঢাল, শিরস্ত্রাণ, তীর, ধনুক ও গুলতির জন্য পাথর তৈরি করিয়েছিলেন।


তীরের ভয়ে লিবিয়াথন পালিয়ে যায় না। ওর গা থেকে পাথর খড়কুটোর মতো ছিটকে চলে আসে।


লিবিয়াথনের পেটের চামড়া ধারালো খোলামকুচির মতো। সে কাদার ওপর দাগ করে দিয়ে যায়, যেমন তক্তা দিয়ে ফসল মাড়াই করলে দাগ পড়ে—তেমন দাগ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন