ইয়োব 41:23 - পবিত্র বাইবেল23 ওর চামড়ায় কোন কোমল স্থান নেই। তা যেন লোহার মত শক্ত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তার মাংসের ভাঁজ পরস্পর সংযুক্ত; তা তার উপরে দৃঢ়ীভূত, সরতে পারে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তার শরীরের ভাঁজ আঁটোসাঁটোভাবে যুক্ত; সেগুলি মজবুত ও অনড়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 তার মাংসপেশীগুলি পরস্পর সংলগ্ন দৃঢ় সংবদ্ধ, অনড়,অটল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 তাহার মাংসের পর্ত্তা পরস্পর সংযুক্ত; তাহা তাহার উপরে দৃঢ়ীভূত, সরিতে পারে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 তার মাংসের ভাঁজ একসঙ্গে যুক্ত; তারা তার ওপর অনড়; তারা সরতে পারে না। অধ্যায় দেখুন |
“হে মনুষ্যসন্তান, মিশরের রাজা ফরৌণের সম্বন্ধে শোকের এই গান গেয়ে তাকে বল: “‘তুমি নিজেকে উপজাতির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া যুব সিংহের মত মনে করতে। কিন্তু আসলে তুমি হ্রদের দানবের মত। তুমি জলস্রোতের মধ্যে পথ করে নিয়ে এগিয়ে যেতে, তোমার পা দিয়ে তুমি জল কাদাময় করে তুলতে। তুমিই নদীগুলিকে আলোড়িত করে দিতে।’”