ইয়োব 41:1 - পবিত্র বাইবেল1 “ইয়োব, তুমি কি দানবাকৃতি সামুদ্রিক প্রাণী লিবিয়াথনকে মাছ ধরার বঁড়শি দিয়ে ধরতে পারো? একটা দড়ি দিয়ে ওর জিভকে কি বাঁধতে পারো? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 তুমি কি বড়শীতে লিবিয়াথনকে তুলতে পার? দড়ি দিয়ে তার জিহ্বা বাঁধতে পার? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 “তুমি কি বড়শি দিয়ে লিবিয়াথনকে টেনে তুলতে পারো বা দড়ি দিয়ে তার জিভ বাঁধতে পারো? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 তুমি কি বড়শি দিয়ে লিবিয়াথনকে শিকার করতে পার? কিম্বা দড়ি দিয়ে তার জিহ্বা বিঁধতে পার? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 তুমি কি বড়শীতে লিবিয়াথনকে তুলিতে পার? হাতসূতে তাহার জিহ্বা বাঁধিতে পার? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 তুমি কি লিবিয়াথনকে বঁড়শিতে তুলতে পার? অথবা তার চোয়াল দড়ি দিয়ে বাঁধতে পার? অধ্যায় দেখুন |