Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 40:17 - পবিত্র বাইবেল

17 বহেমোতের লেজ এরস গাছের মতই শক্ত। ওর পায়ের পেশীগুলিও খুব শক্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 সে এরস গাছের মত লেজ নাড়ে, তার ঊরুদ্বয়ের শিরাগুলো জোড়া।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 তার লেজ দেবদারু গাছের মতো দোলে; তার ঊরুর পেশিতন্তু আঁটোসাঁটোভাবে সংলগ্ন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 তার লেজ এরস বৃক্ষের মত ঋজু, তার উরুর পেশীগুলি দৃঢ়সংঘবদ্ধ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 সে এরস বৃক্ষের ন্যায় লাঙ্গুল নাড়ে, তাহার ঊরুদ্বয়ের শিরা সকল যোড়া।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 সে দেবদারু গাছের মত তার লেজ নাড়ায়; তার উরুর পেশী একসঙ্গে জোড়া।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 40:17
5 ক্রস রেফারেন্স  

ওর চামড়ায় কোন কোমল স্থান নেই। তা যেন লোহার মত শক্ত।


সুতরাং ঈশ্বর বড় বড় জলজন্তু এবং জলে বিচরণ করবে এমন সমস্ত প্রাণী সৃষ্টি করলেন। অনেক প্রকার সামুদ্রিক জীব রয়েছে এবং সে সবই ঈশ্বরের সৃষ্টি। যত রকম পাখী আকাশে ওড়ে সেইসবও ঈশ্বর বানালেন। এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটি ভাল হয়েছে।


বহেমোতের গায়ে প্রচুর শক্তি আছে। ওর পাকস্থলীর পেশীগুলি প্রচণ্ড শক্তিশালী।


ওর হাড়গুলো কাঁসার মতই শক্ত। ওর হাত পাগুলো লোহার দণ্ডের মত।


আপনি আমার হাড় ও পেশী একত্রিত করেছেন। তারপর আপনিই চামড়া ও মাংস দিয়ে তা আবৃত করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন