Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 40:15 - পবিত্র বাইবেল

15 “ইয়োব, বহেমোতের দিকে দেখ। আমি বহেমোৎ এবং তোমাকে সৃষ্টি করেছি। বহেমোৎ গরুর মত ঘাস খায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও নির্মাণ করেছি; সে গরুর মতই ঘাস খায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 “বহেমোতের দিকে তাকাও, তাকে আমি তোমার সাথেই তৈরি করেছি ও বলদের মতো সেও তৃণভোজী।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 বেহেমোৎকে দেখ, আমি তোমার মত, তাকেও সৃষ্টি করেছি। বৃষের মত সেও তৃণভোজী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 বহেমোৎকে দেখ, আমি তোমার সহিত তাহাকেও নির্ম্মাণ করিয়াছি; সে গোরুর ন্যায় তৃণভোজী।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও বানিয়েছি; সে ষাঁড়ের মত ঘাস খায়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 40:15
7 ক্রস রেফারেন্স  

পশুদের জন্য তিনি ঘাস দিয়েছেন। আমরা আমাদের কঠিন পরিশ্রম দিয়ে যে উদ্ভিদগুলি রোপন করি তাও তিনিই দেন, ওই সব গাছ মাটি থেকে আমাদের খাদ্য দেয়।


পাহাড়ে যেখানে বন্য পশুরা খেলা করে, সেখানে যে ঘাস জন্মায়, বহেমোৎ তা খায়।


বুনো গাধারা পাহাড়ে বাস করে। ওটাই ওদের চারণভূমি। ঐখানেই ওরা ওদের খাদ্য খোঁজে।


ইয়োব, যদি তুমি এইসব করতে পারো, তাহলে আমিও তোমার প্রশংসা করবো। এই আমি স্বীকার করবো যে তোমার নিজের শক্তিতেই তুমি নিজেকে রক্ষা করতে পারবে।


বহেমোতের গায়ে প্রচুর শক্তি আছে। ওর পাকস্থলীর পেশীগুলি প্রচণ্ড শক্তিশালী।


বিস্ময় সৃষ্টিকারী প্রাণীদের মধ্যে আমি বহেমোতকে সৃষ্টি করেছি। কিন্তু আমি তাকে পরাজিতও করতে পারি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন