ইয়োব 39:23 - পবিত্র বাইবেল23 ঘোড়ার ওপর সৈনিকের তূণ (যাতে তীর রাখা হয়), তরবারি, বল্লম এবং বর্শা ঝোলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তূণ তাঁর বিরুদ্ধে আওয়াজ করে, শাণিত বর্শা ও শূল আওয়াজ করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তূণীর তার বিরুদ্ধে ঝংকার তোলে, বর্শা ও বল্লমও ঝলসে ওঠে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 শোনা যায় তার পৃষ্ঠে আরোহীদের অস্ত্রের ঝনৎকার, তাদের বর্শা ও শূল সূর্যালোকে ঝলসে ওঠে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 তূণ তাহার বিরুদ্ধে শব্দ করে, শাণিত বড়শা ও শূল শব্দ করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 তীরের ঝুমঝুমি তার বিরুদ্ধে শব্দ করে, তা সঙ্গে ধারালো বর্শা এবং বল্লম শব্দ করে। অধ্যায় দেখুন |