ইয়োব 39:16 - পবিত্র বাইবেল16 উটপাখী তার ছোটছোট বাচ্চাগুলিকে ছেড়ে চলে যায়। উটপাখী এমন আচরণ করে যেন বাচ্চাগুলি তার নয়। সে এটা ভাবে না যে বাচ্চাগুলি যদি মারা যায়, তার সমস্ত পরিশ্রমই অর্থহীন হয়ে যাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 সে তাঁর বাচ্চাগুলোর প্রতি নির্দয় ব্যবহার করে, প্রসব-বেদনা বিফল হলেও নিশ্চিন্ত থাকে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 সে তার শাবকদের সঙ্গে এমন রূঢ় ব্যবহার করে, যেন সেগুলি তার আপন নয়; তার পরিশ্রম ব্যর্থ হলেও তার কিছু যায় আসে না, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 সে তার শাবকদের সঙ্গে নির্দয় ব্যবহার করে যেন সেগুলি তার নিজের নয়। তার শাবকগুলি বিনষ্ট হলেও সে নির্বিকার থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 সে আপন শাবকগণের প্রতি পরের ন্যায় নির্দ্দয় হয়, প্রসব-বেদনা বিফল হইলেও নিশ্চিন্ত থাকে; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 সে তার বাচ্চাদের সঙ্গে কঠোর ব্যবহার করে যেন সেই বাচ্চাগুলো তার নয়; সে ভয় পায় না যে তার সমস্ত পরিশ্রম বৃথা যেতে পারে, অধ্যায় দেখুন |