ইয়োব 39:14 - পবিত্র বাইবেল14 উটপাখী তার ডিম মাটিতে পরিত্যাগ করে যায় এবং সেটা বালিতে উষ্ণ হয়ে ওঠে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 সে তো ভূমিতে তাঁর ডিম পারে, ধুলায় উষ্ণ হতে দেয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 সে মাটিতে ডিম পাড়ে ও বালির তলায় সেগুলি গরম হতে দেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 সে মাটিতে ডিম পাড়ে ধূলিতলে তা উষ্ণ হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 সে ত ভূমিতে আপন ডিম্ব ত্যাগ করে, ধূলায় উষ্ণ হইতে দেয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 সে তার ডিম মাটিতে পাড়ে এবং সে সেগুলোকে ধূলোয় গরম হতে দেয়; অধ্যায় দেখুন |
তারপর লোকে সেই গাছকে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করে। লোকে গাছকে ছোট ছোট কাঠের টুকরোয় পরিণত করে। নিজেকে গরম রাখতে ও রান্নার জন্য সে কাঠটি ব্যবহার করে। কিছু কাঠ দিয়ে সে আগুন জ্বালে এবং রুটি সেঁকে। তবুও সে ঐ একই কাঠের কিছু অংশ ব্যবহার করে একটি মূর্ত্তি বানাবার জন্য এবং সে সেই মূর্ত্তিটি পূজো করে। ঐ দেবতাটি মানুষের বানানো একটি মূর্ত্তি, কিন্তু মানুষ তার সামনে নত হয়।