ইয়োব 37:1 - পবিত্র বাইবেল1 “ওই বজ্রপাত এবং বিদ্যুৎ আমাকে ভীত করে, বুকের ভেতর আমার হৃত্পিণ্ড ধুকপুক করতে থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 এতেও আমার হৃদয় কাঁপছে, স্বস্থানে থেকে দুপ্ দুপ্ করছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 “এতে আমার হৃদয় চূর্ণ হচ্ছে ও স্বস্থান থেকে লাফিয়ে উঠছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 ঝড়ের আগমনে আমার হৃদয়েও আলোড়ন জাগে, বক্ষঃপিঞ্জরে শুরু হয় দারুণ হৃৎকম্প। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 ইহাতেও আমার হৃদয় কম্পমান হইতেছে, স্বস্থানে থাকিয়া দুপ্ দুপ্ করিতেছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 “সত্যি, এটাতে আমার হৃদয় কাঁপছে; এটা তার জায়গা থেকে সরে গেছে। অধ্যায় দেখুন |
নিশ্চয়ই তোমরা আমাকে ভয় পাও।” এই ছিল প্রভুর বার্তা। “আমার সামনে তোমাদের ভয়ে শিউরে উঠতে হবে। আমিই সেই একজন যে তটভূমি দিয়ে সমুদ্রকে সীমায়িত করেছে, যাতে জল তার বাইরে না বইতে পারে। জলের ঢেউ হয়তো বালুতটে আছড়ে পড়বে কিন্তু কোন কিছুকে ধ্বংস করতে পারবে না। ঢেউ গর্জন করে বালুতটে আছড়ে পড়তে পারে কিন্তু কখনও বালুতটের সীমানা পেরোতে পারবে না।