ইয়োব 36:33 - পবিত্র বাইবেল33 বজ্রপাত মানুষকে সতর্ক করে দেয় যে ঝড় আসছে। তাই গবাদি পশুরাও জানতে পারে ঝড় আসছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 তার গর্জন তাঁর পরিচয় দেয়, পশুপালগুলোও তার আগমন জানায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 তাঁর বজ্রধ্বনি আসন্ন ঝড়ের সংকেত দেয়; এমনকি পশুপালও সেটির আগমনবার্তা দেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 গুরুগম্ভীর বজ্রনিনাদ আসন্ন ঝড়ের সঙ্কেত দেয়, পশুপালও বুঝতে পারে যে ঝড় আসছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 তাহার নিনাদ তাঁহার পরিচয় দেয়, পশুপাল সকলও তাঁহার আগমন জানায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 তাদের আওয়াজ লোকেদেরকে বলে দেয় ঝড় আসার কথা; গবাদি পশুও তার আসার বিষয়ে জানে।” অধ্যায় দেখুন |