ইয়োব 36:25 - পবিত্র বাইবেল25 ঈশ্বর কি করেছেন তা প্রত্যেকেই দেখতে পায়। কিন্তু লোকরা ঈশ্বরের কাজ শুধু মাত্র দূর থেকে দেখে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 সকল মানুষ তা শুনেছে, প্রত্যেকে দূর থেকে তা দর্শন করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 সমগ্র মানবজাতি তা দেখেছে; নশ্বর মানুষও দূর থেকে সেদিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থেকেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তাঁর কার্যকলাপ সকলেই দেখেছে, মানুষ কেবল দূর থেকেই তা দেখতে পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 সকল মনুষ্য তাহা নিরীক্ষণ করিয়াছে, মর্ত্ত্যগণ দূর হইতে তাহা সন্দর্শন করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 সমস্ত লোকেরা সেই সকল কাজ দেখেছে, কিন্তু তারা সেই সকল কাজ দূর থেকে দেখেছে। অধ্যায় দেখুন |