Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 35:2 - পবিত্র বাইবেল

2 “ইয়োব, আপনার পক্ষে একথা বলা ঠিক নয় যে, ‘ঈশ্বর অপেক্ষা আমিই অধিকতর সঠিক।’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আপনিই বলেন এই কথা কি ঠিক হতে পারে? আপনি কি বলছেন, আল্লাহ্‌র দৃষ্টিতে আপনি ধার্মিক?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “আপনার কি মনে হয় এটি যথাযথ? আপনি বলছেন, ‘ঈশ্বর নন, আমিই ঠিক।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আপনি কি ইহা ন্যায্য জ্ঞান করিতেছেন? আপনি কি বলিতেছেন, ঈশ্বরের ধর্ম্ম হইতে আমার ধর্ম্ম অধিক?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 “আপনি কি মনে করেন আপনি নির্দোষ? অপনি কি মনে করেন, ‘আমি ঈশ্বরের থেকেও বেশি ধার্মিক?’

অধ্যায় দেখুন কপি




ইয়োব 35:2
11 ক্রস রেফারেন্স  

“তখন তার প্রভু তাকে বললেন, ‘তোমার কথা অনুসারেই আমি তোমার বিচার করব, তুমি একজন দুষ্ট কর্মচারী। তুমি জানতে আমি একজন কঠিন লোক, আমি যা জমা করি না তাই পেতে চাই, যা বুনি না তাই কাটি।


“ইয়োব, তুমি কি এখনও আমার সিদ্ধান্ত নাকচ করবার চেষ্টা করবে? তুমি নিজের সততা প্রতিপালন করবার জন্য আমাকে মন্দ কাজের দরুণ দোষী বলে ঘোষণা করেছ।


ইয়োব বললেন, ‘আমি নিষ্পাপ। ঈশ্বর আমার প্রতি সুবিচার করেন নি।


আমি কারো প্রতিই নৃশংস ছিলাম না। কিন্তু এই মন্দ ঘটনাগুলি আমার ক্ষেত্রে ঘটেছে। আমার প্রার্থনা যথাযথ ও পবিত্র।


আপনি জানেন আমি নির্দোষ কিন্তু কেউই আমাকে আপনার ক্ষমতা থেকে বাঁচাতে পারবে না!


অকারণে তিনি আমার দেহে প্রচুর ক্ষত দেবেন। আমাকে আঘাত করার জন্য ঈশ্বর ঝড় পাঠাবেন।


ইলীহূ কথা বলে চলল। সে বলল:


আপনি বলেছেন: ‘আমি শুচিশুদ্ধ; আমি নিষ্পাপ। আমি কোন ভুল করি নি; আমি অপরাধী নই!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন