ইয়োব 34:18 - পবিত্র বাইবেল18 ঈশ্বরই একমাত্র সত্তা যিনি রাজাকে বলেন, ‘তুমি অপদার্থ!’ ঈশ্বর নেতৃতৃর্গকে বলেন, ‘তোমরা মন্দ লোক!’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 বাদশাহ্কে কি বলা যায়, তুমি অপদার্থ? রাজন্যবর্গকে কি বলা যায়, তোমরা দুষ্ট? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তিনিই কি সেই ব্যক্তি নন, যিনি রাজাদের বলেন, ‘তোমরা অপদার্থ,’ ও অভিজাত লোকজনকে বলেন, ‘তোমরা দুষ্ট,’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 ঈশ্বর অপদার্থ রাজা ও দুষ্ট শাসকদের ভর্ৎসনা করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 রাজাকে কি বলা যায়, তুমি পাপাধম? রাজন্যবর্গকে কি বলা যায়, তোমরা দুষ্ট? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 ঈশ্বর, যিনি একজন রাজাকে বলেছেন, ‘তুমি নীচ,’ অথবা একজন অভিজাত ব্যক্তিকে বলেছেন, ‘তুমি পাপী?’ অধ্যায় দেখুন |