Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 32:18 - পবিত্র বাইবেল

18 আমার এত কিছু বলার আছে যে আমার প্রায় বিস্তারিত হওয়ার উপক্রম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 কেননা আমি কথায় পরিপূর্ণ, আমার অন্তরস্থ রূহ্‌ আমাকে প্ররোচিত করছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 যেহেতু আমি কথায় পরিপূর্ণ, ও আমার অন্তরাত্মা আমাকে বাধ্য করছে;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 আমি কথা না বলে থাকতে পারছি না, আমার অন্তরাত্মা আমাকে কথা বলতে বাধ্য করছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 কেননা আমি কথায় পরিপূর্ণ, আমার অন্তরস্থ আত্মা আমাকে প্রবর্ত্তনা করিতেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 কারণ আমি কথায় পূর্ণ; আমার ভিতরের আত্মা আমায় বাধ্য করছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 32:18
9 ক্রস রেফারেন্স  

কারণ আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে থাকতে পারব না।”


আমি প্রচণ্ড ক্রুদ্ধ ছিলাম। এ বিষয়ে আমি যত ভেবেছি, ততই ক্রুদ্ধ হয়েছি। তাই আমি কিছু বলি নি।


কখনো আমি নিজে নিজে বলেছি, “আমি প্রভুকে ভুলে যাব। প্রভুর নাম করে আর কথা বলব না।” যখন আমি একথা বলি তখনই প্রভুর বার্তা আমার শরীরের ভেতরে আগুনের মতো জ্বালায়, পোড়ায়। হাড়ের ভেতর সেই জ্বালা পোড়া এমনভাবে ছড়িয়ে পড়ে যে আমি আর ঠিক থাকতে পারি না, ক্লান্ত হয়ে পড়ি। প্রভুর বার্তা শরীরের ভেতরে আর ধরে রাখতে পারি না।


“যদি কেউ তোমার সঙ্গে কথা বলতে চায়, তুমি কি অধৈর্য্য হবে? কিন্তু তোমার সঙ্গে কথা বলা থেকে কে আমাকে থামাতে পারে?


তাই, এখন আমি আপনাকে আমার উত্তর দেবো। হ্যাঁ, আমি যা জানি তা আপনাকে বলব।


আমি একটি দ্রাক্ষারসের থলির মত যা এখনও খোলা হয় নি। আমি একটি নতুন দ্রাক্ষারসের আধারের মতো যেটি প্রায় ফেটে গিয়ে খোলবার উপক্রম হয়েছে।


কিন্তু আমি (যিরমিয়) প্রভুর ক্রোধ বহন করতে করতে ক্লান্ত। “যে সমস্ত শিশুরা রাস্তায় খেলা করছে তাদের ওপর বর্ষিত হোক্ প্রভুর এই ক্রোধ। যুবকদের সমাবেশের ওপরেও বর্ষিত হোক্ এই ক্রোধ। একটি লোক ও তার স্ত্রী, দুজনকেই গ্রেপ্তার করা হবে। সমস্ত প্রাচীন লোকদের গ্রেপ্তার করা হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন