ইয়োব 31:27 - পবিত্র বাইবেল27 চাঁদ ও সূর্যকে পূজো করার মতো অতখানি বোকা আমি ছিলাম না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 তখন যদি আমার মন গোপনে মুগ্ধ হয়ে থাকে, আমার মুখ যদি হাতকে চুম্বন করে থাকে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 যেন আমার অন্তর গোপনে আকৃষ্ট হয় ও আমার হাত তাদের উদ্দেশে সম্মানের চুম্বন উৎসর্গ করে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 আমি কখনও বিপথগামী হয়ে তাদের পূজা করি নি তাদের উদ্দেশে হাত জোড় করে নমস্কার করি নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 তখন যদি আমার মন গোপনে মুগ্ধ হইয়া থাকে, আমার মুখ যদি হস্তকে চুম্বন করিয়া থাকে, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 তাদের ধ্যানে যদি আমার হৃদয় গোপনে আকৃষ্ট হয় থাকে বা আমার মুখ আমার হাতকে চুম্বন করে থাকে, অধ্যায় দেখুন |
“তোমাদের ঘনিষ্ঠ কেউ অন্য দেবতাদের পূজা করার জন্য তোমাদের গোপনে পরামর্শ দিতে পারে। সে তোমাদের ভাই হতে পারে, তোমাদের পুত্র হতে পারে, তোমাদের কন্যা হতে পারে, যাকে ভালোবাসো সেই স্ত্রী হতে পারে অথবা তোমাদের ঘনিষ্ঠতম বন্ধুও হতে পারে। সেই লোকটি বলতে পারে, ‘এবার আমরা যাই এবং অন্যান্য দেবতাদের সেবা করি।’ (এরাই হল সেই দেবতা যাদের তোমরা জানতে না এবং তোমাদের পূর্বপুরুষরাও কোন দিন জানত না।