ইয়োব 30:2 - পবিত্র বাইবেল2 ঐসব যুবকের পিতারা এতোই দুর্বল যে ওরা আমার সাহায্যে আসবে না। তারা এখন বৃদ্ধ ও ক্লান্ত হয়েছে, তাদের পেশীগুলো এখন আর শক্ত ও মজবুত নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তাদের বাহুবলে আমার কি ফল হতে পারে? তাদের তেজ তো নষ্ট হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তাদের হাতের শক্তি আমার কী কাজে লাগত, যেহেতু তাদের প্রাণশক্তি তো তাদের কাছ থেকে চলে গিয়েছে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 এরা ছিল একদল নিষ্কর্মা হতভাগা, আমার কোন কাজেই লাগত না তারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তাহাদের ভুজবলে আমার কি ফল হইতে পারে? তাহাদের তেজ ত নষ্ট হইয়াছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 সত্যি, তাদের পিতাদের হাতের শক্তি, কীভাবে আমায় সাহায্য করতে পারে লোকেদের শক্তি তাদের প্রাপ্ত বয়েসে ধ্বংস হয়ে গেছে? অধ্যায় দেখুন |