ইয়োব 3:6 - পবিত্র বাইবেল6 অন্ধকার যেন সেই রাত্রিকে নিয়ে যায়। সেই দিনটিকে পঞ্জিকা থেকে বাদ দিয়ে দাও। সেই রাত্রিকে কোন মাসের মধ্যে গণনা করো না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 সেই রাত ঘন অন্ধকারময় হোক, তা বছরের দিনগুলোর মধ্যে গণনা না করা হোক, তা মাসের সংখ্যার মধ্যে গণ্য না হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 সেরাতটি—ঘন অন্ধকারে কবলিত হোক; বছরের দিনগুলিতে সেটি সংযুক্ত না হোক তা অন্য কোনও মাসে গণিত না হোক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 ঘন ঘোর তমসায় লুপ্ত হোক বর্ষ ও দিনপঞ্জীর গণনা থেকে বাদ পড়ুক সেই রাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 সেই রাত্রি তিমির গ্রস্ত হউক, তাহা বৎসরের দিনশ্রেণীতে ভুক্ত না হউক, তাহা মাসের সংখ্যার মধ্যে গণ্য না হউক। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 সেই রাতের জন্য, গভীর অন্ধকার একে গ্রাস করুক, এটা বছরের দিন গুলোর মধ্যে আনন্দ না করুক; এটা মাসের গোনার মধ্যে না আসুক। অধ্যায় দেখুন |