Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:18 - পবিত্র বাইবেল

18 এমনকি ক্রীতদাসরাও কবরের মধ্যে সকলে মিলে স্বচ্ছন্দে থাকে। ক্রীতদাস তাড়কদের চিৎকার তারা শুনতে পায় না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 সেখানে বন্দীরা নিরাপদে একত্র থাকে, তারা উপদ্রবকারীর চিৎকার আর শোনে না;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 বন্দিরাও তাদের স্বাচ্ছন্দ্য উপভোগ করে; তারা আর ক্রীতদাস-চালকের চিৎকার শোনে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 বন্দীরা সেখানে শান্তিতে থাকে রক্ষীদের কর্কশ কণ্ঠের আদেশ তাদের পালন করতে আর হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 তথায় বন্দিগণ নিরাপদে একত্র থাকে, তাহারা উপদ্রবীর রব আর শুনে না;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 সেখানে বন্দিরা একসঙ্গে আরামে থাকে; তারা ক্রীতদাস পরিচালকের চিত্কার শুনতে পায় না।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:18
7 ক্রস রেফারেন্স  

শহরের কোলাহলে ওরা বিদ্রূপ করে হাসে। কেউই ওদের নিয়ন্ত্রণ করতে পারে না।


সীষরার 900 লোহার রথ ছিল। সীষরা 20 বছর ইস্রায়েলবাসীদের ওপর অত্যন্ত নিষ্ঠুর ছিল এবং সে তাদের উৎপীড়ন করেছিল। এর ফলে তারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করল।


দুষ্ট লোকরা যখন কবরে থাকে তখন তারা কোন অশান্তি অনুভব করে না। যারা পরিশ্রান্ত, তারা কবরে বিশ্রাম খুঁজে পায়।


কবরে সব রকমের লোকই রয়েছে—গুরুত্বপূর্ণ লোক এবং যারা গুরুত্বপূর্ণ নয় তারাও রয়েছে। এমনকি একজন দাসও তার প্রভুর কবল থেকে মুক্ত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন