ইয়োব 27:23 - পবিত্র বাইবেল23 মন্দ লোকগুলো যখন ছুটে পালাবে, তখন লোকরা হাততালি দেবে। মন্দ লোকরা যখন তাদের বাড়ী থেকে দৌড় দেবে তখন লোকেরা শিস্ দেবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 লোকে তাকে উপহাস করবে, শিশ্ দিয়ে তাকে স্বস্থান থেকে দূর করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 সেই বাতাস উপহাসভরে হাততালি দেয় ও শিস দিয়ে তাকে তাড়িয়ে দেয়।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 সে যখন ছুটে পালায় ঝড় গর্জন করতে করতে তার পিছু ধাওয়া করে। ভয়ে আতঙ্কে সে অস্থির হয়ে ওঠে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 লোকে তাহাকে হাততালি দিবে, শিশ্ দিয়া তাহাকে স্বস্থান হইতে দূর করিবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 লোকেরা অবজ্ঞায় তার কাছে হাততালি দেয়; তাকে শিশ দিয়ে তার জায়গা থেকে তাড়িয়ে দেয়।” অধ্যায় দেখুন |
নীনবী এখন খুব গর্বিত। এটি একটি সুখী নগর। নগরের জনসাধারণ ভাবছে তারা নিরাপদে আছে। তারা ভাবছে, পৃথিবীর মধ্যে নীনবীই হচ্ছে সেই মহান জায়গা। কিন্তু এই দেশটি ধ্বংস হবে। নগরটি এমন একটি খালি জায়গা হয়ে যাবে যেখানে বন্য প্রাণীরাই বিশ্রাম নিতে যায়। লোকেরা যারা ঐ জায়গা দিয়ে যাবে তারা যখন দেখতে পাবে কি বিশ্রীভাবে ঐ শহরটি ধ্বংস হয়েছিল তখন তারা শিষ দেবে আর অবাক হয়ে মাথা নাড়াবে।