ইয়োব 22:18 - পবিত্র বাইবেল18 এবং ঈশ্বরই নানাবিধ ভালো জিনিস দিয়ে ওদের ঘর ভরিয়ে দিয়েছিলেন! না, আমি মন্দ লোকের উপদেশ মানতে পারব না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তবু তিনি তাদের বাড়ি উত্তম দ্রব্যে পূর্ণ করতেন; কিন্তু দুষ্টদের পরামর্শ আমা থেকে দূরবর্তী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 অথচ তিনিই তাদের বাড়িঘর ভালো ভালো জিনিসপত্রে ভরিয়ে দিয়েছিলেন, তাই আমি দুষ্টদের পরিকল্পনা থেকে দূরে সরে দাঁড়াই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর তাদের ধনদৌলতে পূর্ণ করেছিলেন। দুর্জনদের চিন্তাধারা আমার বোধের অতীত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তবু তিনি তাহাদের গৃহ উত্তম দ্রব্যে পূর্ণ করিতেন; কিন্তু দুষ্টদের পরামর্শ আমা হইতে দূরবর্ত্তী। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 তবুও তিনি তাদের ঘর ভাল জিনিসে পূর্ণ করতেন; পাপীদের পরিকল্পনা আমার থেকে অনেক দূরে। অধ্যায় দেখুন |