ইয়োব 21:3 - পবিত্র বাইবেল3 আমার সম্পর্কে ধৈর্য্য ধর এবং আমাকে কথা বলতে দাও। আমার বলা শেষ হলে, তোমরা আমায় নিয়ে মজা করতে পারো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আমার প্রতি সহিষ্ণু হও, আমিই কথা বলি; আমার কথনের পরে তুমি বিদ্রূপ করো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 আমি কথা বলার সময় তোমরা একটু সহ্য করো, ও আমি কথা বলার পর, তোমরা আমাকে বিদ্রুপ কোরো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 আমার অনুরোধ রাখ, আমাকে কথা বলতে দাও, আমার কথা শেষ হলে তোমরা ব্যঙ্গবিদ্রূপ করো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আমার প্রতি সহিষ্ণুতা কর, আমিই কথা কহি; আমার কথনের পরে তুমি বিদ্রূপ করিও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 আমার প্রতি ধৈর্য্য ধর এবং আমিও কথা বলব; আমার কথা বলার পরে, আমার ওপর বিদ্রূপ কর। অধ্যায় দেখুন |