ইয়োব 16:22 - পবিত্র বাইবেল22 “আর মাত্র কয়েক বছরের মধ্যেই আমি সেখানে যাবো যেখান থেকে ফেরা যায় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 কেননা আর কয়েক বছর গত হলে যে পথে গেলে আমি ফিরব না, সেই পথে যাব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 “যে পথে গিয়ে আর ফিরে আসা যায় না, আমি সেই পথটি ধরার আগে শুধু কয়েকটি বছর পার হয়ে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কারণ আমার জীবনের দিন শেষ হয়ে যাচ্ছে, আমি এগিয়ে চলেছি সেই পথে যে পথে গেলে কেউ আর ফেরে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কেননা আর কয়েক বৎসর গত হইলে যে পথে গেলে ফিরিব না, সেই পথে যাইব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 কারণ যখন কিছু বছর পার হয়, আমি একটা জায়গায় যাব যেখান থেকে আমি আর ফিরব না।” অধ্যায় দেখুন |
তুমি উঁচু জায়গায় চড়তে ভয় পাবে, তুমি তোমার পথের ওপর পড়ে থাকা প্রত্যেকটি ক্ষুদ্র জিনিসের ওপর পা দিতে ভয় পাবে। তোমার চুল বাদাম গাছের ফুলের মতো সাদা হয়ে যাবে। তুমি হাঁটার সময়ে ফড়িংএর মতো নিজেকে বয়ে বেড়াবে। তুমি বাঁচার শক্তি হারিয়ে ফেলবে। আর এরপর তুমি তোমার সমাধিতে স্থান পাবে। বিলাপকারীরা তোমার শোকযাত্রায় সমবেত হবে।