Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 14:9 - পবিত্র বাইবেল

9 কিন্তু যদি সামান্য একটুও জল পায় আবার তা বাড়তে শুরু করে। নতুন গাছের মতই তা আবার বড় হতে থাকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 অথচ পানির গন্ধ পেলে তা পল্লবিত হয়, নতুন চারার মত শাখাবিশিষ্ট হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তবুও জলের গন্ধ পেলেই তা মুকুলিত হবে ও এক চারাগাছের মতো শাখাপ্রশাখা বিস্তার করবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তবুও জলের স্পর্শ পেলে সে আবার মঞ্জরিত হয়, নতুন চারার মত তাতে শাখার উদ্গম হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তথাচ জলের গন্ধ পাইলে তাহা পল্লবিত হয়, নবরোপিত বৃক্ষের ন্যায় শাখাবিশিষ্ট হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তবুও যদি এটা জলের গন্ধও পায়, এটা অঙ্কুরিত হবে এবং গাছের মত শাখা প্রশাখা বিস্তার করবে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 14:9
7 ক্রস রেফারেন্স  

“‘তোমার মা একটি দ্রাক্ষালতার মতো, যা জলের কাছে রোপিত। তার কাছে ছিল অনেক জল। তাই সে অনেক সবল দ্রাক্ষালতা জন্মাতে পেরেছিল।


এর শিকড় মাটির নীচে বুড়ো হয়ে যেতে পারে, এর কাণ্ড ধূলায় মরে যেতে পারে,


কিন্তু যখন একজন শক্তসমর্থ মানুষ মরে, সে শেষ হয়ে যায়। যখন মানুষ মরে যায়, সে চলে যায় ঠিক


গাছের পাতাগুলি ছিল সুন্দর ও গাছটি সুস্বাদু ফলে ভরে ছিল যা সকলকে পর্যাপ্ত পরিমাণে আহার জোগান দিত। বন্য প্রাণীরা সেই গাছের তলায় আশ্রয় নিয়েছিল এবং পাখীরা তার ডালে বাসা বেঁধে ছিল। প্রতিটি প্রাণী এই গাছ থেকে তার খাদ্য পেত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন