ইয়োব 13:13 - পবিত্র বাইবেল13 “চুপ করে থাক এবং আমাকে কথা বলতে দাও! তাহলে আমার প্রতি যা কিছুই হোক্ আমি তা গ্রহণ করব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 নীরব হও; আমাকে ছাড়, আমিই বলি, আমার যা হয় হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “নীরব হও ও আমাকে কথা বলতে দাও; পরে যা হওয়ার হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তোমরা নীরব হও, কথা বলতে আমাকে দাও, তাতে আমার ভাগ্যে যা ঘটে ঘটুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 নীরব হও; আমাকে ছাড়, আমিই বলি, আমার যাহা হয় হউক। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তোমরা শান্তি বজায় রাখ, আমাকে একা থাকতে দাও, যাতে আমি কথা বলতে পারি, আমার ওপর যা আসছে আসতে দাও। অধ্যায় দেখুন |