ইয়োব 13:1 - পবিত্র বাইবেল1 ইয়োব বললেন, “আগেও আমি এসব দেখেছি। তুমি যা বলছো, আমি তার সবই আগে শুনেছি। আমি ঐ সব কিছুই বুঝেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 দেখ, এসব আমি স্বচক্ষে দেখেছি, এসব স্বকর্ণে শুনে বুঝেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 “আমি নিজের চোখে এসব কিছু দেখেছি, আমি তা নিজের কানে শুনেছি ও বুঝেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 দেখ, এ সবই আমি দেখেছি, তোমরা যা বলেছ সে সবই আমি আগে শুনেছি ও বুঝেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 দেখ, এ সকল আমি স্বচক্ষে দেখিয়াছি, এই সকল স্বকর্ণে শুনিয়া বুঝিয়াছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 দেখ, আমার চোখ এসমস্ত দেখেছে; আমার কান শুনেছে এবং তা বুঝেছে। অধ্যায় দেখুন |